Dr. Neem on Daraz
Victory Day

এডিট ফিচার‍‍` এনেছে টুইটার, দিতে হবে টাকা


আগামী নিউজ | তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: মার্চ ১৭, ২০২০, ১২:০০ পিএম
এডিট ফিচার‍‍` এনেছে টুইটার, দিতে হবে টাকা

ঢাকা : টুইটারের বিভিন্ন ফিচার নিয়ে ইউজাররা নাখোশ ছিলেন। টুইটারে পোস্ট এডিট অপশন ছিলো না। তবে এবার টুইটারে টুইটের সঙ্গে এডিট বাটন যুক্ত হয়েছে। তবে এর জন্য গুণতে হবে বাড়তি টাকা।

টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা কোনো পোস্ট এডিট করতে চান তাহলে তাকে থার্ড পার্ট সিস্টেম ব্রিজলিতে সাবস্ক্রাইব করতে হবে। এছাড়া এডিটের পাশাপাশি টুইট আনডু, রিডু এবং স্বয়ংক্রিয়ভাবে ডিলিট করার সুবিধা থাকবে। যার জন্য ইউজারকে টাকা নির্দিষ্ট পরিমাণে টাকা দিতে হবে।

ফিচারগুলো ব্যবহার করতে একজন টুইটার ইউজারকে মাসিক ৬ ডলার এবং বছরে ৬০ ডলার খরচ করতে পারবে।

প্রসঙ্গত, টুইটারে প্রাথমিকভাবে কোনো লেখা পোস্ট করতে হলে ১৪০ শব্দের মধ্যে ছিল যা পরবর্তীতে ২৮০ শব্দে উন্নীত করা হয়েছে। 

আগামীনিউজ/হাসি 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে